ইউটিউব Short করে কীভাবে টাকা ইনকাম করবেন ২০২১ | How to Earn Money from Youtube Shorts 20


সম্প্রতি ইউটিউব একটা  নতুন অপশন আসছে আপনারা কী জানেন সেটার কাজ কী সেই অপশন টার নাম কী?

সেটার কাজ হলো শর্ট ভিডিও করা শর্ট ভিডিও মানে হলো আপনি টিক টকের মতো youtube এ ভিডিও আপলোড দিতে পারবেন তাও আবার কোনো রকম Water Mark ছাড়াই।



আর এই যে অপশন টা আছে এটার নাম তো আপনারা অনেক আগে থেকেই জানেন।
কিন্তু এই বিষয়টা কী জানেন যে আপনি এটা থেকে মনিটাইজেশন পূরন করতে পারবেন এটা হলো সবচেয়ে খুশির খবর।


আপনি শর্ট ভিডিওতে কোন ধরনের কপিরাইট কন্টেন্ট ছাড়তে পারবেন না
এখন আপনারা বলবেন যে তাহলে আমরা এই শর্টে কী কী Music ব্যবহার করব।

বর্তমানে কাচা বাদাম গানটি ভাইরাল কিন্তু আপনি যদি এই গানটা Select করতে চান তাহলে  Add music ক্লিক করবেন
তারপর সার্চ করবেন মিউজিক চলে আসবে।


শর্টে কিন্তু আপনাকে ৩০০০ ঘন্টা Watch Time পূরন করার জন্য সাহায্য করবে তাই যত পারেন শর্ট করবেন।

টিক টক যখন ভারতে ব্যান্ড তখন এই ফিচার টা ইউটিউব ভারতে এবং বাংলাদেশে চালু করে দিয়েছে

এই যে শর্ট ভিডিও তৈরি সেটা এখন Instagram এ কিন্তু আছে।


শর্ট কীভাবে আপলোড দিবেন

সর্বপ্রথম youtube এ যান এবং প্লাস আইকোনে ক্লিক করুন তারপর Youtube Short লেখাটির উপর ক্লিক করুন এখন আপনার শর্ট সিলেক্ট করার জন্য Gallery তে ট্যাপ করুন অথবা ওইখান থেকেই লাল বাটনে ক্লিক করে নতুন শর্ট ভিডিও করে নিন।

আপনি যদি গান সিলেক্ট করতে চান তাহলে উপরে add music এ ক্লিক করুন ব্যাস এর পর আপনার পছন্দের মিউজিক সিলেক্ট করুন মিউজিক সিলেক্ট করার পর Upload অপশনে ক্লিক করুন তারপর Tittle দিয়ে upload এ ক্লিক করলে আপনার Short Video upload হতে থাকবে।

ইউটিউব শর্ট কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় মাধ্যম সেই জন্য সবাই এটা ব্যাবহার করছে
শর্ট আপলোড দিয়ে কিন্তু আপনি অনেক সাবসক্রাইবার আনতে পারবেন কিন্তু সবচেয়ে বড় কথাটি হলো যে শর্ট আপনাকে রোজ ১,২ করে আপলোড দিবেন যাতে করে আপনার চ্যানেল যদি ফ্রিজও থাকে তাও অনেক গ্রো হবে আমার নিজের কথা বলছি আমি আমার মাত্র ৫০ টা সাবসক্রাইবার ছিলো এবং চ্যানেলটা ভালো ভিউ ছিলো না।

আমি কিছু ফানি টাইপের ভিডিও আপলোড দি তারপর কিছু ট্রিকস অ্যাপলাই করি সেই ট্রিকস একটু পড়ই বলছি যাই হোক আমি টানা ৩ দিনের ভিতর ৩০০+ সাবসক্রাইবার পেয়ে যাই


এখন কথা হলো সেই ট্রিকসটা কী সেই ট্রিকসটা হলো ভিডিও রি  আপলোড + ট্যাগ

১) সর্বপ্রথম একটা ফানি ভিডিও তৈরি করে নিবেন অনেকে  আবার এই ভিডিওগুলা কিনে থাকে

২) সম্পূর্ন কপিরাইট মুক্ত ভিডিও আপলোড দিবেন

৩) আপনার ভিডিওর টাইটেল হবে হ্যাশট্যাগ দিবেন এবং লিখবেন ইউটিউব শর্ট আর ভিডিও কী উপলক্ষে সেটার একটা ট্যাগ দিবেন।

৪) এবার আপলোড দিন আপলোড হয়ে গেলে আবার ও একই ভিডিও একই টাইটেল নিয়া ১০ বার আপলোড দিন ওই একই ভিডিও

দেখবেন সাবসক্রাইবার বাড়তেই থাকবে তো আশা করি ট্রিকসটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করুন।



এইভাবেই আপনি youtube  Short করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবং টাকা ইনকামও করতে পারবেন

যদি পোষ্ট টি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন।

পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট